২৫৩৮ মেঃটন ধান প্রান্তিক কৃষকের মাঝে লটারির মাধ্যমে বিতরণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২১ নভেম্বর দুপুরে উপজেলা হলরুমে আসন্ন সরকার কর্তৃক বরাদ্দ ধান ক্রয়ের তালিকা প্রান্তিক কৃষকদের মাঝে সরাসরি লটারির মাধ্যমে বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি আফরিদা, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, টিসিএফ রেজাউল করিম, ইউনিয়ন চেয়ারম্যান মাহবুব আলম, আব্দুর রউফসহ প্রতিটি ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ বছর এ উপজেলায় ২৫৩৮ মেঃটন ধান সরকার কর্তৃক ক্রয়ের জন্য বরাদ্দ হয়েছে। জানা গেছে পৌরসভা ৬৭ মে:টন, ১নং ধর্মগড় ইউপি ২৭২ মে:টন, ২নং নেকমরদ ৩৪১ মে:টন, ৩নং হোসেনগাঁও ২৮৫ মে:টন, ৪নং লেহেম্বা ইউপি ৩৩৪ মে:টন, ৫নং বাচোর ইউপি ২৮২ মে:টন, ৬নং কাশিপুর ইউপি ৩১৪ মে:টন, ৭নং রাতোর ইউপি ৩১৩ মে:টন ও ৮নং নন্দুয়ার ইউপি ৩৩০ মে:টন ধান লটারির মাধ্যমে প্রতিটি কৃষককে দেওয়া হয়।
আরো পড়ুন :
বেনাপোল সীমান্তে মাদকসহ দুই মাদক ব্যবসায়ী আটক
গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সরকারি গুদামে লটারি বরাদ্দকৃত প্রতিটি কৃষক প্রতিকেজি ২৬টাকা দরে ১টন করে ধান সরবরাহ করতে পারবে।

২১ নভেম্বর, ২০১৯  at ১৫:৫৬:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/হুক/এজে