গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ৫’শ পরিবারের মাঝে আইসিসিও কো-অপারেশন এর সহায়তায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) বিভিন্ন ধরণের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দারিয়াপুর হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক, অতিরিক্ত সচিব শাহাদত হোসাইন উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিসিও-বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেটেটিভ সাকেব নবী, গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর নির্বাহী প্রধান এম.আবদুস সালাম ও ঘাগোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর জামান রিংকু।

আরও পড়ুন:
অপপ্রচারে কান না দিয়ে মোকাবিলার আহ্বান :শেখ হাসিনা
আনোয়ারার বিষমুক্ত শুঁটকি রপ্তানি হচ্ছে বিশ্ব বাজারে

ত্রাণ হিসেবে পরিবার প্রতি ৩০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন, ১ কেজি সুজি, ৫০০ গ্রাম চিনি, ১ কেজি লবণ, ৫টি খাবার স্যালাইন, ১টি গোসল ও ১টি কাপড় কাঁচা সাবানসহ নগদ ৫০০ টাকা প্রদান করা হয়।

নভেম্বর ২১, ২০১৯ at ১৫:২২:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/এসকে/এআই