রাজশাহী নগরীতে অজ্ঞাত পরিচয়ে ভিক্ষুকের লাশ উদ্ধার

রাজশাহীতে অজ্ঞাত পরিচয়ে (৭৫) এক ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে দেড়টার দিকে নগরীর সোনাদিঘীর মোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে প্রাথমিক ভাবে জানা গেছে তিনি অসুস্থ ছিলেন।

স্থানীয় জানায়, ওই নারী এক ভিক্ষুক প্রতিদিনই এসব এলাকায় ভিক্ষা করতেন। তিনি কিছুক্ষন আগেও সেখানে ভিক্ষা করেন। পরে সে কিছু কিনে খায়। এরপর সে তার ব্যাগ মাথায় দিয়ে ঘুমিয়ে পড়েন। এরপর তাকে মৃতদেহে দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন:
কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহন!
মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে  বাংলাদেশে ঢুকছে এরা কারা ?

নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, বৃদ্ধা ভিক্ষুকের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার কাছে থেকে চিকিৎসার ব্যবস্থাপনা পত্র পাওয়া গেছে সেখানে চারঘাট লেখা আছে। তবে তার বাড়ির ঠিকানা লেখা নেই। শনাক্তকরণের জন্য স্থানীয় চেয়ারম্যানকে এটি পাঠানো হয়েছে তবে শনাক্তকরন না হলে এটি আনজুমান মফিদুলের মাধ্যম্যে দাফন করা হবে বলে জানান ওসি।

নভেম্বর ২০, ২০১৯ at ১৯:১৯:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/এমআর/এআই