কোটচাঁদপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০নভেম্বর) সকালে সোনালী ব্যাংক শাখার উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ মিলানায়তনে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের আয়োজনে এই ওয়ার্কশপে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শরিফুন্নেছা মিকি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার উপ-মহা ব্যবস্থাপক আলাউদ্দীন হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) শিরিন আক্তার, থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম, ঝিনাইদহ সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের এ্যাসিষ্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল গাফ্ফার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন।

আরও পড়ুন:
লবণ সংক্রান্ত গুজব প্রতিরোধে পুলিশ সুপারের কার্যালয়ে বিশেষ মতবিনিময় সভা
অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুর গ্রেফতার

সোনালী ব্যাংক কোটচাঁদপুর শাখার প্রিন্সিপাল অফিসার হুমায়ন কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক কোটচাঁদপুর শাখার ম্যানেজার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ রবিউল ইসলাম।

আলোচনা শেষে পাওয়ার প্রজেক্টরের মাধ্যমে জাল টাকা শনাক্তকরণের দিকগুলো তুলে ধরা হয়।

নভেম্বর ২০, ২০১৯ at ১৭:৪৬:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/এসআর/এআই