লবণ সংক্রান্ত গুজব প্রতিরোধে পুলিশ সুপারের কার্যালয়ে বিশেষ মতবিনিময় সভা

পটুয়াখালীতে লবণ সংক্রান্ত গুজব প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মাইনুল হাসান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জসিম উদ্দিন, পটুয়াখালী দি চেম্বর অব কমার্সের সহ-সভাপতি খন্দকার ফরাদ জামান বাদল সহ শহরের ব্যবসায়ীবৃন্দ এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন:
অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুর গ্রেফতার
যবিপ্রবির ভর্তি পরীক্ষা কাল থেকে শুরু ভর্তিচ্ছুদের পরিবহনে বিশেষ ব্যবস্থা

সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাইনুল হাসান বলেন, লবণের দাম বাড়বে এটি নিছক একটি গুজব মাত্র। কিছু অসাধু লোক দেশে অশান্তি সৃষ্ঠির লক্ষ্যে এ গুজব ছড়িয়ে ফায়দা লুটার চেষ্টা করছে। দেশে মানুষের চাহিদা পুরনের জন্য ১ লক্ষ মেট্রিক টন লবণ প্রয়োজন কিন্তু মজুদ আছে ৬লক্ষ মেট্রিক টন লবণ। তাই দাম বাড়ার কোন প্রশ্নই নাই। যারা বেশি দামে লবণ ক্রয়-বিক্রয় করবে তাদের আইনের আওতায় আনা হবে।

নভেম্বর ২০, ২০১৯ at ১৭:২৯:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/এসসি/এআই