রাষ্ট্রপতির স্বাক্ষর নতুন তিন বিলে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ  একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত তিনটি বিলে সোমবার (১৮ নভেম্বর) তার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এর ফলে বিলগুলো আইনে পরিনত হলো।

বিলগুলো হলো- বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৯; বাংলাদেশ পতাকাবাহী জাহাজ (স্বার্থরক্ষা) বিল, ২০১৯ এবং বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) বিল, ২০১৯।

আরো পড়ুন:
স্কুলছাত্রীকে ধর্ষণ অতপরঃ গর্ভবতী, থানায় মামলা
মোরশেদ খানের ব্যাংক হিসাব জব্দই থাকছে

এর আগে, বিলগুলো গত ৭ নভেম্বর শুরু হয়ে ১৪ নভেম্বর পর্যন্ত চলা একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে পাস হয়।

নভেম্বর ১৮, ২০১৯ at ১৯:৪৬:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ভোকা/এএএম