জয়পুরহাটে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

জয়পুরহাটসহ সারা দেশে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বাম গণতান্ত্রিক জোট।

সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় চিনিকল সড়ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পাঁচুরমোড়ে এসে সমাবেশ করেন বাম জোট। সমাবেশে সাধারণ শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক এম এ রশিদ, জেলা বাসদের আহবায়ক ওয়াজেদ পারভেজ, জেলা বাসদ (মার্ক্সবাদী) আহবায়ক ওবাইদুল্লাহ মুসা, জেলা ছাত্র ইউনিয়ন আহবায়ক রিফাত আমিন রিয়ন, জেলা ছাত্র ফ্রন্ট সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ।

আরও পড়ুন:
তাহিরপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নোয়াখালীতে আগুুন লেগে ক্ষতিগ্রস্ত ৩০ দোকান!

বক্তারা বলেন, সারা দেশে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি’র পরেও বাজার মনিটরিং না করে মন্ত্রীরা পেঁয়াজ খাওয়া বন্ধ করার কথায় তীব্র নিন্দা জানান নেতৃবৃন্দ। সমাবেশ থেকে অবিলম্বে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তারা।

নভেম্বর ১৮, ২০১৯ at ১৬:৫৪:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/দেপ্র/এআই