জয়পুরহাটে বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে লাল পতাকা মিছিল

জয়পুরহাটে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) বিকেল প্রায় ৪টায় চিনিকল সড়ক থেকে মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পাঁচুর মোড়ে এসে সমাবেশ করেন এই বাম দলটি।

জয়পুরহাট জেলা বাসদের সদস্য সচিব কমরেড সামিউল ইসলাম বাবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাসদের আহবায়ক কমরেড অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, সদস্য উৎপল দেবনাথ, ছাত্র ফ্রন্ট সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাসদ তার ঊষালগ্ন থেকে এদেশের শ্রমজীবী মেহনতী মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে বুর্জোয়া শাসন শোষনের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করছে।

আরো পড়ুন:
রাবেয়া হাসপাতালের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
লালপুরে পুষ্টি ও ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনায় প্রশিক্ষণ

এর ধারাবাহিকতায় কখনো কৃষক দের ফসলের ন্যায্য পাওনার আন্দোলন কখনো শ্রমিক আন্দোলন, সর্বোপরি সমাজ পরিবর্তনের আন্দোলনে এবং সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করছে।

১৭ নভেম্বর, ২০১৯  at ১৯:৪৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/রআর/এজে