বিএনপির দুই নেতা চিঠি নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক দিল্লি সফরে ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পাদিত বিভিন্ন চুক্তির বিষয়ে জানতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দিচ্ছে বিএনপি। দলের দুই নেতা ওই চিঠি নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

রোববার (১৭ নভেম্বর) বেলা ১১টায় বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন গুলশানের চেয়ারপারসনের কার্যালয় থেকে দলীয় চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হন।

আরো পড়ুন:
ছেলেকে মাদক ছাড়াতে গিয়ে খুন হলেন বাবা, গ্রেফতার ১
যে ৫ খাবার শীতে ডায়াবেটিস রোগীদের সুস্থ রাখবে

সোয়া ১১টায় খায়রুল কবির খোকন বলেন, আমরা মহাখালী পার হচ্ছি। কিছুক্ষণের মধ্যে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে চিঠি পৌঁছে দেবো।

ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির নথি প্রকাশ দাবিতে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয় দলের স্থায়ী কমিটির বৈঠকে। শনিবার (১৬ নভেম্বর) রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দুই/এক দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পৌঁছানো হবে।

নভেম্বর ১৭, ২০১৯ at ১২:২৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/বিএন২৪/এএএম