পাথরঘাটায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্যাসের পাইপলাইন থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত কমপক্ষে ৭ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে পাথরঘাটা এলাকার ব্রিকফিল্ড রোডে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের পাইপলাইন থেকে এই বিস্ফোরণে ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর একটি ভবনের দেয়াল ধসে পড়ে।
আরও পড়ুন:
ই-সিগারেটে প্রাণ হারাল কিশোর
৭৪ বছরের বৃদ্ধার সঙ্গে ২১ বছরের যুবকের সুখের সংসার

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম এই হতাহতের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে আনা হয়। পরে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য সাতজন হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের অবস্থা গুরুতর।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।

নভেম্বর ১৭, ২০১৯ at ১০:২৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/প্রআ/এআই