ইবি’র ‘সি’ ইউনিটের ফল প্রকাশ,পাশের হার ১১ শতাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাশের হার ১১ শতাংশ।

জানা যায়, শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায়
 দিকে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর কাছে ফলাফল হস্তান্তর করেন ইউনিট সমন্ময়কারী অধ্যাপক ড. জাকারিয়া রহমান।এতে পাসের হার শতকরা ১০ দশমিক ৮২ ভাগ।মোট ৪৫০ আসনের বিপরীতে ৭ হাজার ৭২৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। আবেদন করেছিলেন ৮ হাজার ৯৩০ জন।এর মধ্যে পাস করেছেন ৮৩৬ জন।
সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা যায়, বাণিজ্য শাখায় ৩৬০ আসনের  ৩১৫ জনকে মেধা এবং ১৪৭ জন শিক্ষার্থীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।এছাড়া অবাণিজ্য শাখায় ৯০ আসনের বিপরীতে ১৩৫
জনকে মেধা এবং ৩৩৫ জন শিক্ষার্থীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iuac.bd) তে পাওয়া যাবে।

১৬ নভেম্বর, ২০১৯  at ১৯:৫৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/তাহা/এফএপি