প্রবাসী কল্যাণ মন্ত্রীর সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।স্থলবন্দর পরিদর্শনের পূর্বে তিনি।

ছোট সোনামসজিদ প্রাঙ্গন অবস্থিত জাতীর শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর জিয়ারত করেন। পরে তিনি স্থলবন্দর জিরো পয়েন্ট পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি বর্ডার গার্ড বাংলাদশ (বিজিবি)’র সাথে কুশল বিনিময় করেন। এ সময় মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, প্রবাসী কল্যাণ ও বৈদশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইকবাল হোছাইন, শিবগঞ্জ উপজেলা
ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া।

 মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শিউলী বেগম,শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

১৬ নভেম্বর, ২০১৯  at ১৬:২৬:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জহ/এফএপি