ইনিংস ব্যবধানে হার এড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

ইন্দোর টেস্টে ৬ উইকেটে ৪৯৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ভারত। তৃতীয় দিনের খেলা শুরুর আগেই ভারতের প্রথম ইনিংস ঘোষণা করেছেন অধিনায়ক বিরাট কোহলি। অর্থাৎ প্রথম ইনিংসেই ৩৪৩ রানে এগিয়ে রইল স্বাগতিকেরা। ইনিংস ব্যবধান এড়াতে বাংলাদেশকে এখন এ রানপাহাড়ে চড়তে হবে। সে চ্যালেঞ্জ নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছে সফরকারি দল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে ৫৫ রান তুলেছে বাংলাদেশ।

হোলকার স্টেডিয়ামের উইকেট সকালে পেস বোলারদের জন্য সহায়ক। সে সুবিধা নিতেই সম্ভবত ইনিংস ঘোষণা করেছেন কোহলি। নতুন বলে ভারতের তিন পেসার ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মোহাম্মদ শামিকে সামলাতে ব্যাটিংয়ে নেমেছিলেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও ইমরুল কায়েস। কিন্তু ষষ্ট ওভারেই ইমরুলকে (৬) বোল্ড করে ফেরার পথ দেখিয়ে দেন উমেশ।

পরের ওভারে আরেক ওপেনার সাদমান ইসলামকেও (৬) বোল্ড আউট করেন ইশান্ত। মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুন মিলে তৃতীয় উইকেটে ২১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেস্টা করছিলেন।

আরো পড়ুন:
গাজীপুরে এন আর টেক্সটাইল মিলের তুলার গোডাউনে আগুন
অভিষেকের চিঠি ভাইরাল

এ পরিস্থিতিতে মুমিনুলকে (৭) এলবিডব্লুর ফাঁদে ফেলেন শামি। মাঝে এক ওভার পরই শামিকে অযথাই পুল করতে গিয়ে ক্যাচ দেন মিঠুন (১৮)। ম্যাচ চতুর্থ দিনে টেনে নেওয়া দূরের কথা ইনিংস ব্যবধানে হার এড়ানোই এখন বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য।

৬ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। ৩৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ

কাল ভারতের হয়ে ২৪৩ রানের ইনিংস খেলেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। অজিঙ্কা রাহানের ব্যাট থেকে এসেছে ৮৬ রান। ৭৬ বলে ৬০ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা। শেষ দিকে ১০ বলে অপরাজিত ২৫ রান করে ঝড় তোলেন উমেশ যাদব। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন পেসার আবু জায়েদ। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয় সফরকারি দল।

নভেম্বর ১৬, ২০১৯ at ১১:৫৪:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/প্রআ/এএএম