গাজীপুরে এন আর টেক্সটাইল মিলের তুলার গোডাউনে আগুন

গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় এন আর টেক্সটাইল মিলের তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কারখানাটিতে আগুন লাগে।

কারখানার শ্রমিক ও স্থানীয় লোকজন জানান, টেক্সটাইল মিলটি দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল। ছয় মাস আগে টেক্সটাইল মিলটি চালু করার জন্য চায়না একটি কোম্পানির কাছে দায়িত্ব দেওয়া হয়।

আরো পড়ুন:
দুবাই চার দিনের সফরে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
জয়ন্ত চট্টোপাধ্যায় পাচ্ছেন নরেন বিশ্বাস পদক

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ জানান, খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও শ্রীপুর ফায়ার সার্ভিসের একটিসহ মোট ৩টি ইউনিটের ফায়ার কর্মীরা আগুন নেভানোর কাজে অংশ নেন। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কারখানাটিতে পরিত্যক্ত ঝুট থেকে তুলা তৈরির কাজ হতো।

তিনি আরও বলেন, আগুনে ঝুট ও তুলা পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে লাগতে পারে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নভেম্বর ১৬, ২০১৯ at ১১:২৪:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ভোকা/এএএম