শিবগঞ্জে সড়ক পরিবহন আইন ও সচেতনামূলক লিফলেট বিতরণ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে নিরাপদ সড়ক চাই (নিসচা) ও মোকামতলা ট্রাফিক পুলিশ ফাঁড়ির উদ্যোগে সড়ক পরিবহন আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে শিবগঞ্জ উপজেলার ব্যস্ততম সড়ক ও উত্তরবঙ্গের প্রবেশদার মোকামতলা বন্দরে সড়ক পরিবহন আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনামূলক লিফলেট লরি, কার্গো ট্রাক, কোচ, মিনিবাস, মিনি ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কার, হিউম্যান হলার, থ্রি-হুইলার ও মটরসাইকেল চালকদের মাঝে এ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

উক্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন মোকামতলা ট্রাফিক পুলিশ ফাড়িঁর ইনচার্জ এ.এস.এম রাশেদুল ইসলাম, সার্জেন্ট গোলাম রব্বানী, বগুড়া মোহনা টিভির জেলা প্রতিনিধি আতিক রহমান, নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক সাংবাদিক রশিদুল রহমান রানা, দৈনিক মুক্ত জমিনের সহ-সম্পাদক ওয়াফিক শিপলু।

আরও পড়ুন:
রায়পুরে মুজিব বর্ষ জাতীয় স্কুল কাবাডি খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
চূড়ান্তভাবে নিষিদ্ধ করা হলো রেনিটিডিন ঔষধ

এছাড়া জাতীয় সাংবাদিক কল্যাান ফাউন্ডেশন শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার কার্যনিবার্হী সদস্য সাংবাদিক রবিউল ইসলাম রবি, দৈনিক বগুড়া’র মহাস্থান প্রতিনিধি এসআই সুমন, দৈনিক মানবজমিন শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি খালিদ হাসান, দৈনিক বগুড়া মোকামতলা প্রতিনিধি তৌহিদ মন্ডল, দৈনিক চাঁদনি বাজার মোকামতলা প্রতিনিধি রুহুল আমিন, বাংলা বুলেটিন মোকামতলা প্রতিনিধি রাহুল ঠাকুর রনি, মোকামতলার বিশিষ্ট গুণীজন ফজলে রাব্বী (রানা চৌধুরী), শাহসুলতান শাওনসহ নিসচার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নভেম্বর ১৪, ২০১৯ at ২০:১৭:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/আরআই/এআই