দারিয়াপুর জয়নাল আবেদীন প্রিপারেটরী স্কুলের পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর জয়নাল আবেদীন প্রিপারেটরী স্কুলে ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় স্কুলের নিজেস্ব ক্যাম্পাসে কোরআন তেলোয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ সিদ্দিক, সমাজ সেবক কাজী নজরুল ইসলাম হারাণ, খোর্দ্দ মালিবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আফসানা বুলবুল, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুমন কুমার বর্মন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদায়ী শিক্ষার্থী আতকিয়া আফরা, মানপত্র পাঠ করেন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাহসিন কবীর। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাইদুর রহমান রেজাকুল। বিদায়ী শিক্ষার্থীদের হাতে মানপত্র তুলে দেন ৪র্থ শ্রেণির শিক্ষার্থী শাম্মী আক্তার। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালন করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা সালেহীন রেজভী।

আরও পড়ুন:
পাঁচবিবিতে মডেল মসজিদ স্থাপনের জায়গা পরিবর্তনের জন্য মানববন্ধন
ফসলি জমিতে শিল্প প্রতিষ্ঠান নয় : প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন দারিয়াপুর বায়তুল আক্শা জামে মসজিদের মোয়াজ্জিম সৈয়দ রাসেল। শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধার ষ্টিক ও শিক্ষা উপকরণ তুলেদেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী মায়িশা নিহা, মেহের নিগার বন্যা, মেঘান্বিতা সরকার।

নভেম্বর ১৪, ২০১৯ at ১৫:৩৭:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/এসকে/এআই