ঝিনাইদহে মহাসড়ক অবরোধের পর সকল রুটের যান চলাচল স্বাভাবিক

ঝিনাইদহে মাইক্রো বাস চালক পলাশকে কুপিয়ে আহত করার প্রতিবাদে সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখে।

এতে ঝিনাইদহের উপর দিয়ে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মাগুরা সড়কের সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম  দুর্ভোগে পড়ে যাত্রী সাধারন।

শ্রমিক নেতারা জানান, মঙ্গলবার রাতে মাইক্রো বাস চালক পলাশ শহরের মাওলানা ভাষানী সড়কে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর পিএস কামাল হোসেনের অফিসে ভাড়া আনতে যান।

আরও পড়ুন:
ফেসবুকে গুজব ছড়িয়ে রাবি ছাত্রলীগ নেতাকে ফাঁসানোর চেষ্টা, থানায় জিডি
নিজের মেয়েকে বিক্রি করল বাবা, পাঁচ মাস পর গর্ভবতী অবস্থায় উদ্ধার

এসময় কয়েকজন দুর্বৃত্তরা তার অফিসে ঢুকে কামাল হোসেন ও শ্রমিক  পলাশকে কুপিয়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে শ্রমিকরা ঝিনাইদহের সকল রুটের সড়ক অবরোধ করে। প্রায় ২ ঘন্টা পর  জেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নভেম্বর ১৩, ২০১৯ at ১৮:৫৩:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/কেএল/এআই