ঝিনাইদহ সদর এমপি সুমি সিদ্দিকীর ভুয়া পিএসসহ দুই জনকে কুপিয়ে জখম

ঝিনাইদহ শহরের মাওলানা ভাষানী সড়কে মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে কামাল (৪৩) ও পলাশ (৩০) নামে দুই যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

কামাল হোসেন হরিণাকুন্ডুর বড় ভাদড়া আব্দুল জলিল মন্ডলের ছেলে। তিনি আরাপপুর এলাকায় বসবাস করেন। স্থানীয়রা তাকে ঝিনাইদহ-২ আসনের সরকার দলীয় এমপির পিএস বলে জানে। কিন্তুু তিনি পিএস না।

অন্যদিকে আহত পলাশ একই উপজেলার ছোট ভাদড়া গ্রামের শাহজামালের ছেলে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মাথায় কোপের চিহ্ন রয়েছে। পুলিশ জানায় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কামাল হোসেন তার অফিসে বসে ছিলেন। এ সময় আকস্মিক ভাবে তাকে ও তার সাথে থাকা পলাশকে কুপিয়ে জখম করে।

আরও পড়ুন:
রাঙ্গা গণতন্ত্রকে অপমান করেছেন: মির্জা ফখরুল
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

অন্য একটি সুত্রে জানা গেছে শহরের কাঞ্চপুর এলাকার তুহিন নামে একজনকে মারধরের জের হিসেবে এই হামলা করা হয়। তুহিনকে সন্ধ্যার দিকে মারধর করা হয়। তবে কে বা কারা এই হামলার সাথে জড়িত তা দলীয় ও পুলিশ সুত্রগুলো নিশ্চত করতে পারেনি।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দীন জানান, হামলার সাথে জড়িতদের খুজে বের করা হবে। এদিকে খবর পেয়ে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে আহতদের দেখতে যান।

নভেম্বর ১৩, ২০১৯ at ১৫:১৭:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/কেএল/এআই