১৪ নভেম্বর স্বাগতিক ওমানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইয়ের একটি ম্যাচ বদলে দিয়েছে বাংলাদেশকে। ভারতের মাটিতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জামালের নেতৃত্বেই দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিল বাংলাদেশ। শক্তি, সামর্থ্যে এগিয়ে থাকার পরও বাংলাদেশের সাথে শেষ মুহূর্তের গোলে ড্র করে এক পয়েন্ট পেয়েছিল সুনীল ছেত্রীর দল।

১৪ নভেম্বর স্বাগতিক ওমানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। এটি হবে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশের চতুর্থ ম্যাচ।

ওমানেরও এটি হবে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের চতুর্থ ম্যাচ। আগের তিন ম্যাচে তারা দুটি জিতেছে ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে এবং হেরেছে কাতারের কাছে। ৬ পয়েন্ট নিয়ে তারা টেবিলের দ্বিতীয় স্থানে। ফিফা র‌্যাঙ্কিংয়ে ওমানের অবস্থান ৮৪। অন্যদিকে বাংলাদেশ রয়েছে ১৮৭তম স্থানে। র‌্যাঙ্কিংয়ে ১০৩ ধাপ এগিয়ে রয়েছেন ওমান।

আরও পড়ুন:
হুয়াওয়ের কর্মীদের বোনাস দেওয়ার ঘোষণা
বেনাপোল সীমান্তে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি ম্যাচগুলো হচ্ছে যথাক্রমে ১৪ নভেম্বর অ্যাওয়ে ম্যাচ বাংলাদেশ বনাম ওমান। এরপর ২০২০ সালের ২৬ মার্চ হোম ম্যাচ বাংলাদেশ বনাম আফগানিস্তান। খেলাটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ৩১ মার্চ ২০২০ অ্যাওয়ে ম্যাচ বাংলাদেশ বনাম কাতার। ৪ জুন, ২০২০ হোম ম্যাচ বাংলাদেশ বনাম ভারত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা। ৯ জুন, ২০২০ হোম ম্যাচ বাংলাদেশ বনাম ওমান।

নভেম্বর ১৩, ২০১৯ at ১১:১৪:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/দেপ্র/এআই