ট্রেন দুর্ঘটনায় বাচ্চাটি রক্ষা পেলেও মিলছে না বাবা-মায়ের সন্ধান

বাচ্চাটি আজ ভোরে তূর্ণা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার সময় আহত অবস্থায় উদয়ন এক্সপ্রেসে ছিলো। মেয়েটির মা বাবা বা কোনো অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি। মেয়েটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হসপিটালে চিকিৎসাধীন আছে। দয়া করে ছবিটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিন এবং বাচ্চাটির পরিবারের সন্ধান পেতে সহায়তা করুন।

মঙ্গলবার (১২ নভেম্বর) আজ ভোর ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘তূর্ণা নিশীথা’র সঙ্গে সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করা ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।

আরও পড়ুন:
যোগ্য প্রতিষ্ঠানকে বঞ্চিত করে অযোগ্য প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার অভিযোগ
সিগন্যাল অমান্য করায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত-১৫

ট্রেন দুটো দুই দিকে যাচ্ছিল। কর্মকর্তারা জানান, উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথার মধ্যে এ সংঘর্ষ ঘটে চলন্ত অবস্থায়। উদয়নকে লুপ বা সাইড লাইনে যখন পাঠানো হচ্ছিল তখন এর পেছনের তিনটি বগি মূল লাইনে থাকতেই ঢাকাগামী তূর্ণা চলে আসে এবং এ  সংঘর্ষ ঘটে।

নভেম্বর ১২, ২০১৯ at ১০:৩৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কাক/এআই