উলিপুরে পৌর আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ আওয়ামী লীগ পৌর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীর আলম সভাপতি-আবু সাঈদ সরকার সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে প্রথম অধিবেশনে জাতীয় সংঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে পায়রা উরিয়ে সম্মেলনের উদ্বোধন করেন ২৭ কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন এমপি।পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপস্থিত নেতৃবৃন্দ এছাড়াও বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, আইভি রহমান সহ প্রয়াত সকল পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় উপস্থিত সকলেই দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

শতদল কিন্ডারগার্টেন প্রাঙ্গনে পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২৭ কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ন.ম ওবায়দুর রহমান, জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন দুলাল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইরশাদ-ই- হাবীব মোফা, উলিপুর বণিক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, মোশারফ হোসেন, অধ্যক্ষ আহসান হাবীব রানা প্রমুখ।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দসহ উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন:
রাবি স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, ঘটনাটিকে ধামাচাপা দিতে তৎপর একটি মহল
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে সাতজনই হবিগঞ্জের জেলার

বিকেল ৫টায় দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলর বৃন্দের সর্বসম্মত সিদ্ধান্তে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু সভাপতি পদে জাহাঙ্গীর আলম ও আবু সাঈদ সরকারকে সাধারণ সম্পাদক পদে পূনরায় নির্বাচিত ঘোষনা করেন।

এই সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতা কর্মীদের মধ্যে বেশ উৎসব মুখর পরিবেশ লক্ষ্যে করা যায়।

নভেম্বর ১২, ২০১৯ at ২১:২৫:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/এসআই/এআই