বীর মুক্তিযোদ্ধা হাজী মশিউর রহমান আর নেই

বেনাপোল পৌর এলাকার মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী হাজী মশিউর রহমান বার্ধক্য জনিত কারণে অসুস্থ হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। সোমবার (১১ নভেম্বর) নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর এ্যাপোলো হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাজী মশিউর রহমান এলাকায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তেমনি তিনি একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্বও ছিলেন। বেনাপোল পৌরসভা এলাকার গাজীপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তিনি।

যেখানে সহস্রাধিক শিক্ষার্থী লেখাপড়া করে থাকে। বেনাপোলের ছেলে-মেয়েদের ২০ কিলোমিটার দূরে নাভরণ গিয়ে কলেজ করতে হতো। তিনি শিক্ষার্থীদের কষ্টের কথা ভেবে বেনাপোলে একটি কলেজ তৈরির জন্য জমিও কিনেছিলেন।

আরও পড়ুন:
মাদক সম্পৃক্ততার অভিযোগে জীবননগর থানার ওসি প্রত্যাহার
কেশবপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

হাজী মশিউর রহমানের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বাদ আছর মরহুমের নামাজে জানাজা শেষে গাজীপুরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

নভেম্বর ১১, ২০১৯ at ২১:৫৩:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/এমও/এআই