রাজশাহীর মতিহারে বিপুল পরিমান ফেনসিডিল জব্দ

রাজশাহী নগরীর মতিহারে বিপুল পরিমান ফেনসিডিল জব্দ করেছে বিজিবি।গতকাল সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে পৃথক দুই স্থানে অভিযানে চালিয়ে ২৩৪ বোতল ফেনসিডিল জব্দ করে তালাইমারী বিজিবি ক্যাম্পের ইনচার্জ সুবেদার মোঃ রফিক ও সঙ্গীয় ফোর্স।

সুবেদার রফিক জানান, গতকাল সোমবার সকালে টহল দেওয়ার সময় নগরীর মতিহার থানাধিন তালাইমারী পদ্মার পাড়ে পরিত্যাক্ত অবস্থায় পৃথক দুই স্থান থেকে উক্ত ফেন্সিডিল জব্দ করা হয়। তবে বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা সনাক্ত করতে পারেনি টহল দলের সদস্যরা।

আরো পড়ুন :
রাবি উপ-উপাচার্যের নিয়োগ বাণিজ্যে অংশীদার ভিসি
দেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিষয়ে রাবিতে বক্তৃতা

তিনি আরো বলেন, জব্দকৃত ফেন্সিডিল বিজিবি’র স্টোর রুমে জমা করা হয়েছে। যথা সময়ে এ সকল মাদকদ্রব্য জনসম্মুখে ধংস করা হবে বলেও জানান ওই কর্মককর্তা।

১১  নভেম্বর, ২০১৯  at ২০:০৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মারারা/এজে