পটুয়াখালীতে বুলবুলের প্রভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধাবখালী ইউনিয়নের রামপুরা গ্রামে বসত ঘরে চাপা পড়ে হামেদ ফকির(৬৫), কলাপাড়া উপজেলার ধানখালী আশ্রয় কেন্দ্রে সুফিয়া বেগম(৬৫) এবং কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলার থেকে ছিটকে পড়ে বেল্লাল নামে এক জেলেসহ মোট তিন জন নিহত হয়েছেন।

আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনসার মোল্লা জানান, সাগরে মাছ ধরতে গিয়ে এফবি ফেরদৌস, এফবি মা বাবার দোয়া ও এফ বি রিপন খলিফা নামে ৩টি ট্রলারসহ ৪২ জন জেলে নিখোঁজ রয়েছে ।

জেলা প্রশাসন সুত্র জানিয়েছে, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে প্রায় ২ হাজার ৮১০টি ঘর বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। নষ্ট হয়েছে প্রায় ৫৫ হাজার হেক্টর জমির রোপা আমান ও শীতকাীলন সবজি। এছাড়া ঝড়ের আঘাতে দুই লাখ গাছপালা,এক হাজার ৪৫৮টি গবাদি পশু ও হাস মুরগী ক্ষতিগ্রস্থ হয়েছে। রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলায় বেরী বাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

আরও পড়ুন:
স্ত্রীকে গলা কেটে হত্যা, কাটা মাথা নিয়ে থানায় হাজির স্বামী
চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা ‍দিয়ে আত্মহত্যা ঠেকাচ্ছে এআই প্রযুক্তি

এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে পটুয়াখালীর পরিস্থিতি। কর্মচঞ্চল হয়ে উঠেছে জীবন যাত্রা। দীর্ঘ ৩০ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। পর্যটকদের পদচারনায় মুখর হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় । তবে বুলবুলের তান্ডবলীলার কারনে সোমবার (১১ নভেম্বর) অনুষ্ঠিতব্য হিন্দু সম্প্রদায়ের শত বছরের ঐতিহ্যবাহী রাসমেলা বাতিল করা হয়েছে। স্বাভাবিক হয়েছে পায়রা বন্দরের কার্যক্রম। সকাল থেকে নদী ও সমুদ্রে মাছ শিকারে নেমেছেন জেলেরা।

পায়রা বন্দরের সুপারেন্টডেন্ট লাইট এন্ড মুরিং এস এম ইমতিয়াজ ইসলাম জানান, বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। যেহেতু পায়রা বন্দরের নিয়মিত অপারেশনাল কার্যক্রম নেই তাই রাজস্ব আয়ের কোন ক্ষতি এখানে হয়নি। তবে অবকাঠামোগত কিছু ক্ষয় ক্ষতি হয়েছে।

পটুয়াখালী বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান জানান, অভ্যন্তরীন ও ঢাকা-পটুয়াকালী রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানান, পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। তেমন কোন ক্ষয়ক্ষতি ছাড়াই বুলবুলকে মোকাবেলা করা গেছে। পটুয়াখালীর পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

নভেম্বর ১১, ২০১৯ at ১৭:২৪:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/সিএইচ/এআই