শুদ্ধি অভিযান চলবে প্রশাসনেও

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দলের দুর্নীতিবাজ নেতাদের মতো প্রশাসনেও শুদ্ধি অভিযান চলবে। সরকার সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আপনারা দুর্নীতিবাজ কে না বলুন, সন্ত্রাসকে না বলুন, জঙ্গিবাদকে না বলুন।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনে কোন অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না। কোন দুর্নীতিবাজ, সন্ত্রাস, মাস্তান ও চাঁদাবাজদের দলে ঠাঁই হবে না। নেতৃত্বে আনতে হবে ক্লিন ইমেজের ব্যক্তিদের।

আরো পড়ুন:
বিশ্ব নেতাদের প্রতি রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানের আহ্বান :শেখ হাসিনা
পরাজয় নিয়ে মাহমুদউল্লাহ যা বললেন

এ সময় মুজিববর্ষ উদযাপনের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটুর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ, সদস্য-সচিব মেজবাউল হোসেন সাচ্চু প্রমুখ।

নভেম্বর ১১, ২০১৯ at ১৪:৩৪:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ভোকা/এএএম