বাংলাদেশে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি হবে: আইএমএফ

আন্তর্জাতিক সংস্থা আইএমএফের প্রতিবেদন বলছে, এ বছর বিশ্বের সব দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি হবে বাংলাদেশের। সংখ্যার বিচারে এই ধারাকে ইতিবাচক হিসেবে দেখলেও প্রবৃদ্ধির গুণগত মানে সংশয় বিশ্লেষকদের।

তাদের মতে, সাধারণ মানুষ যেন প্রবৃদ্ধির সুফল পান সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। আর ভালো কমংর্সংস্থান নিশ্চিতের পাশাপাশি নজর দিতে হবে বৈষম্য কমানোর বিষয়েও। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের হিসাবে এ বছর ৯টি দেশের জিডিপি প্রবৃদ্ধি সাত শতাংশ বা তারও বেশি হবে।

পরিসংখ্যান বলছে, প্রবৃদ্ধিতে বাংলাদেশ সাতের ঘর পেরিয়েছে বেশ আগেই। তবে আইএমএফের পূর্বাভাস এবার বিশ্বের সব দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি হতে পারে বাংলাদেশের ৭.৮ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, শুধু সংখ্যার হিসাবে আত্মতুষ্ট না হয়ে নজর দিতে হবে প্রবৃদ্ধির গুণগত মান নিশ্চিতের বিষয়ে।

আরও পড়ুন:
তিন দিন পর নিহত বাংলাদেশীর লাশ ফেরত দিল বিএসএফ
হাড়ের ক্ষয়রোধে নাশপাতির ভূমিকা

পিআরআই এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর জানান, ঋণ প্রবৃদ্ধিসহ অর্থনীতির অন্যান্য অনেক সূচকেই নেতিবাচক ধারা থাকায় এ বছরের জিডিপি প্রবৃদ্ধির অগ্রগতি নিয়ে তেমন আশাবাদী নন তিনি। দেশে প্রবৃদ্ধির যে ধারা অব্যাহত রয়েছে তা ইতিবাচকভাবে দেখলেও প্রবৃদ্ধির সুফল একটি নির্দিষ্ট গোষ্ঠী পাচ্ছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ।

আইএমএফের পূর্বাভাস, এ বছর বিশ্বে জিডিপি প্রবৃদ্ধিতে বাংলাদেশের আগে থাকবে ডোমিনিকা ও দক্ষিণ সুদান।

নভেম্বর ১০, ২০১৯ at ২১:২০:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/সিটু/এআই