১১ ও ১২ নভেম্বর চট্রগ্রামের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা

চট্টগ্রাম এবং উপকূলীয় ১৪ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে সোমবার (১১ নভেম্বর) ও মঙ্গলবার (১২ নভেম্বর)।

কিন্তু ঘূর্ণিঝড় কবলিত লোকজনের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার জন্য এসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান গুলো খোলা থাকবে।

রোববার (১০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। চট্টগ্রাম ছাড়া অন্য উপকূলীয় জেলাগুলো হলো ভোলা, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, সাতক্ষীরা,পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, নোয়াখালী, বরিশাল ও খুলনা।

আরও পড়ুন:
যৌন সম্পর্কের মাধ্যমেও ডেঙ্গু ছড়ায়!
ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ তান্ডবে গাছ চাঁপায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বসত-ঘর বিধ্বস্ত, আহত-৩

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আদেশে আঞ্চলিক উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এ নির্দেশনা মেনে চলার কথা বলা হয়েছে।

নভেম্বর ১০, ২০১৯ at ১৮:৪৬:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/এমজে/এআই