জেএসসি-জেডিসির সোমবারের পরীক্ষাও পেছাল

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ১১ নভেম্বর সোমবারের জেএসসি ও জেডিসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

শনিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন। এদিনের পরীক্ষা কবে নেওয়া হবে- জানতে চাইলে তিনি বলেন, “সে সময়সূচি পরে জানানো হবে।”

পরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবারের জেএসসি পরীক্ষা বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ১১ নভেম্বরের জেডিসি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর সকাল ১০টায়।

আরো পড়ুন:
ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে নিহত ৪
সুনামগঞ্জের মধ্যনগর আ’লীগের সম্মেলনকে অগণতান্ত্রিক দাবী করে একাংশের প্রতিবাদ

সোমবার সাধারণ শিক্ষা বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট- জেএসসির বিজ্ঞান এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের জুনিয়র দাখিল সার্টিফিকেট- জেডিসির ইংরেজি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

এর আগে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে পিছিয়ে দেওয়া হয় শনিবারের জেএসসি ও জেডিসির গণিত পরীক্ষা। ৯ নভেম্বরের জেএসসির স্থগিত পরীক্ষা ১২ নভেম্বর এবং জেডিসির স্থগিত পরীক্ষা ১৪ নভেম্বর হবে।

অতিপ্রবল ঘূর্ণিঝড় বুলবুল শনিবার সন্ধ্যা নাগাদ সুন্দরবন হয়ে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে যাচ্ছে। সেজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে উপকূলজুড়ে।

নভেম্বর ১০, ২০১৯ at ১৩:৪৪:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/বিডিএন২৪/এএএম