ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে নিহত ৪

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় বুলবুল। রোববার (১০ নভেম্বর) ভোররাতে আঘাত হানার পর এখনও চলছে এর তাণ্ডব। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড় বুলবুলে তিন জেলায় নিহত হয়েছেন ৪ জন। নিহতের শঙ্কা আরও বাড়তে পারে। এছাড়া উপকূলীয় অঞ্চলে গাছপালা ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

বুলবুলের প্রভাবে খুলনার উপকূলীয় দাকোপ উপজেলায় প্রমিলা মণ্ডল (৫২) নামে এক নারী ঝড়ের সময় গাছ চাপা পড়ে নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে দক্ষিণ দাকোপে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রমিলা সুভাস মণ্ডলের স্ত্রী।

আরও পড়ুন:
সুনামগঞ্জের মধ্যনগর আ’লীগের সম্মেলনকে অগণতান্ত্রিক দাবী করে একাংশের প্রতিবাদ
বিনিয়োগের আগে মাথায় রাখতে হবে যেসকল বিষয়গুলো

অন্যদিকে খুলনার দিঘলিয়া উপজেলায় সেনহাটি গ্রামে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবক গাছচাপা পড়ে নিহত হয়েছেন। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামে হামেদ ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

এছাড়া সাতক্ষীরাতেও বুলবুলের তাণ্ডবে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নভেম্বর ১০, ২০১৯ at ১৩:৩০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/সনি/এআই