সাতক্ষীরায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন

সাতক্ষীরা উপকূলে ঘূর্ণিঝড় ‘বুলবুল’র সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানো ও জানমালের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পাশাপাশি পুলিশ, ফায়ার সার্ভিস, নৌ বাহিনী ও কোস্টগার্ডের সঙ্গে সেনাবাহিনীও উপকূলীয় এলাকায় কাজ করবে।

এদিকে, সর্বশেষ তথ্য অনুযায়ী শনিবার (৯ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত সাতক্ষীরা উপকূলের এক লাখ দুই হাজার মানুষকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে।

আরও পড়ুন:
বেনাপোলে তরুনীর আত্মহত্যা, ধর্ষনের অভিযোগ উঠেছে
নাটোরের লালপুরে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব

সাতক্ষীরার স্থানীয় সরকারের উপ পরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাইদ জেলার সাতটি উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনসহ সাইক্লোন শেল্টারে গিয়ে আশ্রয় নেওয়া মানুষের সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন ও সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রে আনার বিষয়টি সরেজমিনে তদারকি করছেন।এ পর্যন্ত এক লাখ দুই হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে।

এছাড়া সন্ধ্যার পরে ঘূর্ণিঝড় বুলবুলের সম্ভাব্য আঘাত মোকাবিলায় সেনাবাহিনীর ১০০ সদস্যের একটি টিম উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে।

নভেম্বর ৯, ২০১৯ at ২০:০৩:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/এএএম/এআই