দুমকি উপজেলা প্রশাসন ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুত

শুক্রবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরে ইতিমধ্যে জারি করা হয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেত। ভারী বৃষ্টিসহ পুরো উপজেলা মেঘাচ্ছন্ন রয়েছে। গতিবেগ বেড়েছ বাতাসের। বাড়তে শুরু করেছে নদীর পানি । ঘূর্ণিঝড় মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন।

প্রস্তুত রাখা হয়েছে উপজেলার সকল আশ্রয় কেন্দ্র। এর মধ্যে ১৪ টি সাইক্লোন শেল্টার ও ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে পাশাপাশি শুকনো খাবারও রাখা হয়েছে। এছাড়াও উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। মাইকিং এর মাধ্যমেই মানুষদের সাইক্লোন সেল্টারে নিরাপদ আশ্রয়ের জন্য যেতে বলা হচ্ছে।

আরো পড়ুন:
শার্শায় শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থী সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 
ফটিকছড়িতে বিদ্যুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু

প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকারী নৌযান ও যানবাহন, সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে ত্যাগ না করার জন্য বলা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাস বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় ইতিমধ্যে আমরা সকল ধরনের প্রস্তুতি নিয়েছি। এবং সবাইকে মাইকিং এর মাধ্যমে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

০৯ নভেম্বর, ২০১৯  at ১৯:২৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মো:জউ/এজে