ফটিকছড়িতে বিদ্যুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু

শনিবার (৯ অক্টোবর) দুপুরে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া গ্রামের নজুমিয়া চৌধুরীর নির্মাণাধীন বিল্ডিং এ কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মুহাম্মদ আজম(১৮) নামক এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত আজম ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেড়াজালী মাইজপাড়া এলাকার আব্দুল আলিমের পুত্র।

আরও পড়ুন:
সন্তানের পিতৃপরিচয় ও স্ত্রীর স্বীকৃতি পেতে আদালতে মামলা
৩ ইউপি চেয়ারম্যানসহ পুরুষ-মহিলা মেম্বারের শপথ গ্রহণ সম্পন্ন

নিহত আজমের সহকর্মী হারুন এবং রানা তার ব্যাপারে জানায়, আজম সকালে কাজে আসার সময় বাড়ি থেকে দুপুরের খাবার নিয়ে আসেন। সবাই দুপুরে খেতে চলে যাবার পর আজম কাজ শেষ করে ভাত খাওয়ার জন্য হাত মুখ পরিষ্কার করতে পুকুরে যাওয়ার পথে পা পিছলে পড়ে গেলে পাশে থাকা বিদ্যুৎ লাইনে সে গুরুতর আহত হয়। তাকে তৎক্ষণাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নভেম্বর ৯, ২০১৯ at ১৯:১৬:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/এমজে/এআই