জীবননগরে মাদক বিরোধী অভিযানে ৩ শতাধিক বোতল ফেনসিডিল উদ্ধার

মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ এর সদস্যদের মাদক বিরোধী অভিযানে চুয়াডাঙ্গা জীবননগর সীমান্ত এলাকা থেকে ৩২৯ বোতল ফেনসিডিল উদ্ধার।

মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ এর অতিরিক্ত পরিচালক উপ অধিনায়ক কামরুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার (৯ নভেম্বর) সকালে সাংবাদিকদের এ তথ্য জানান।

গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ এর অধিনস্থ নতুন পাড়া বিওপির সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শুক্রবার দুপুর ২ টার দিকে সীমান্ত এলাকার সদর পাড়া মাঠ থেকে ২৪ বোতল, ধোপাখালী বিওপির সদস্যরা একদিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাজাপুর কলাবাগান থাকে ১৬৮ বোতল ও উথলী বিশেষ ক্যাম্পের সদস্যরা শনিবার রাত সাড়ে ১২টার সময় রাংগিয়ার পোতা মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩৮ বোতল সর্বমোট ৩২৯  বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

আরও পড়ুন:
জিপিএস বন্ধ হয়ে গেলে সমস্যার সম্মুখীন হবে বিশ্ব
কচাকাটার মৃৎশিল্পীদের দূর্বিষহ জীবন

তিনি আরো বলেন, বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ফেনসিডিল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হইনি।বর্তমান মাদক ব্যবসায়ি রা সীমান্ত এলাকার বেশ কিছু রুট চিহ্নিত করে মাদক পাচার করে আসছে।

বিজিবি সদস্যরা মাদক উদ্ধার করলেই হরিহরনগর,মেদনিপুর, ধোপাখালি, মাধোখালি, ছটেংগা, শিংনগর, গয়েশপুর, বেনিপুর, এলাকা থেকে বেশি উদ্ধার করে থাকে। এসব এলাকায় মাদক ব্যবসায়ীরা বিজিবি ঢুকেছে  শুনলেই এলাকা ছাড়া হয়ে যায়।

নভেম্বর ৯, ২০১৯ at ১৭:৪৯:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/এআই