সিরাজগঞ্জে রেলওয়ের ৫’শত অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিরাজগঞ্জ শহরের বাজার ষ্টেশন ও চামড়াপট্টি এলাকায় রেলওয়ে জমির উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত রেলওয়ে রাজশাহী বিভাগীয় এস্টেটমেন্ট অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নুরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। শুরুতেই এক্সেভেটর দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতভিটা গুড়িয়ে দেয়া হচ্ছে।

প্রায় ৫শত অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ী আজকে উচ্ছেদ করা হবে। উচ্ছেদ অভিযানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আনিসুর রহমানসহ পুলিশ-আনসারসহ রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:
শাহবাগে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে বাড়ল প্রতিবেদনের সময়
এবার সোনা ও হীরা দিয়ে তৈরি হবে আইফোন

রেলওয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নুরুজ্জামান জানান, বঙ্গবন্ধু সেতুতে রেল সেতু নির্মাণ হচ্ছে। সেতুর মালামাল ও ভারত থেকে আসা কন্টেইনার গুলো রাখার জন্য ২৫ একর জায়গার প্রয়োজন। এজন্য বাজার ষ্টেশন ও চামড়াপট্টি এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ওই স্থানে (আইসিডি) কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হবে।

এছাড়াও রেলওয়ে জায়গা যারা অবৈধভাবে দখল করে রখেছে তাদের পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে বৈধভাবে ইজারা দেয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

নভেম্বর ৬, ২০১৯ at ১৪:০৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এআর/এএএম