চট্রগ্রামে নগরী এলাকায় সিডিএর অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ!

চট্টগ্রাম নগরীর জামালখান এলাকার খালের ওপর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। অভিযান শুরু হয় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০টার পর থেকে।

সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমেদ মঈনুদ্দীন বলেন, খালের ওপর অবৈধভাবে গড়ে উঠা প্রায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ স্থাপনা গুলোর মধ্যে রয়েছে নামিদামী অনেক টাওয়ার এবং রেস্টুরেন্ট।

আরও পড়ুন:
প্রবাসীদের ভোটার হওয়ার কার্যক্রম শুরু অনলাইনে
খাবারের সাথে ওষুধ খাইয়ে স্বামীকে হত্যা, স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ড!

২০১৮ সালের ৯ এপ্রিল চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে গৃহীত মেগা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সিডিএ’র সমঝোতা চুক্তি সই হয়েছিল। এরপর সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর নগরীর বিভিন্ন এলাকার খালের উভয় পাশে রিটেইনিং ওয়াল, রাস্তা নির্মাণ ও নিচু ব্রীজগুলো ভেঙে উঁচু করার কাজ শুরু করে। পাশাপাশি খাল থেকে ময়লা পরিষ্কার কার্যক্রমও শুরু করা হয়।

ডিপিপি অনুযায়ী, গৃহীত এ মেগা প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৫ হাজার ৬১৬ কোটি ৫০ লাখ টাকা। তিন বছর মেয়াদি উক্ত প্রকল্পে প্রাথমিক পর্যায়ে ৩৬টি খালের মাটি অপসারণসহ ৩০০ কিলোমিটার নতুন ড্রেন নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়।

নভেম্বর ৫, ২০১৯ at ১৭:৫৫:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/এমজে/এআই