২১ জনকে জেল-জরিমানা ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ।

প্রজনন মৌসুমে টানা ২২ দিনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর নদীবেষ্টিত দুমকি উপজেলার পায়রা ও লোহালিয়া নদীতে জেলেরা প্রকাশ্যে অবাধে মা ইলিশ শিকার করায় ২১ জেলেসহ ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ৯ অক্টোবর রাত ১২টা থেকে বুধবার রাত ১২ টা পর্যন্ত একটানা ২২ দিনের অভিযানে ইউএনও শঙ্কর কুমার বিশ্বাসের নেতৃত্বে মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশসহ প্রশাসনের একাধিক টিম পায়রা ও লোহালিয়া নদীর চরগরবদী, কদমতলা, পাতাবুনিয়া, ঝিলনা, আলগী, ধোপারহাট, হাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে মোট ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদ- এবং ১১ জেলের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, পায়রা ও লোহালিয়া নদীতে জেলেরা প্রকাশ্যে অবাধে মা ইলিশ শিকার করায় আমরা ২১ জেলেসহ ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছি।

৩১, অক্টোবর,  ২০১৯  at ১৯:১৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জউ/এজে