মাদ্রাসার শিক্ষকের উপর হামলা, বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

যশোরের কেশবপুর উপজেলার ভরতভায়না এ.বি.জি.কে. সিনিয়র ফাযিল ডিগ্রী মাদ্রাসার আরবী বিভাগের সহকারী অধ্যাপক ছাইদ উদ্দীনকে মারপিটের ঘটনার বিচার দাবীতে সোমবার সকালে মাদ্রাসার শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশের একাংশের প্রতিবাদ করেছেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম।

ভরতভায়না এ.বি.জি.কে. সিনিয়র ফাযিল ডিগ্রী মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম তার প্রতিবাদ লিপিতে বলেছেন, “ভরতভায়না মাদ্রাসার শিক্ষকের উপর হামলার বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন” শিরোনামে বিভিন্ন পত্র-পত্রিকার ও অনলাইনে প্রকাশিত সংবাদটি তার দৃষ্টিগোচর হয়েছে।

আরো পড়ুন:
স্ত্রী ও শিশু কন্যাকে এসিড নিক্ষেপকারী গ্রেফতার
স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টায় চার যুবক আটক

যেখানে ২৭ অক্টোবর বিকাল সাড়ে ৪ টার দিকে আমার নেতৃত্বে মাদ্রাসার আরবী বিভাগের সহকারী অধ্যাপক ছাইদ উদ্দীনকে মারপিটের কথা উল্লেখ করা হয়েছে। যা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। মাদ্রাসার কাজে ঐ সময় আমি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অবস্থান করছিলাম। যে টা সিসি ক্যামেরিয়ায় ধারণ করা রয়েছে। তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অক্টোবর ৩০, ২০১৯ at ০০:২৪:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআরএস/এএএম