ইবিতে আনন্দঘন পরিবেশে দীপাবলি উৎসব পালিত

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দীপাবলি উদযাপন করেছেন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
 আজ সন্ধায় ধর্মালম্বীদের প্রার্থনালয়ে প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।একই সঙ্গে সন্ধ্যায় মন্দিরে, মণ্ডপ ও মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বরে সামনে এবং টিএসসিসির সামনে প্রদীপ জ্বেলে, আতশবাজি ও ফানুশ উড়িয়ে এ উৎসব পালন করে।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রাশিদ আসকারী, রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা ও প্রক্টর(ভারপ্রাপ্ত) ড. পরেশ চন্দ্র বর্ম্মন প্রমুখ।

অক্টোবর ২৭, ২০১৯ at ১০:৪৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/তাহা/ওআ