লোহাগাড়ার ফেসবুক আইডিগুলো নজরে রাখা হচ্ছে। গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নিবে পুলিশ

কয়েকদিন আগে ভোলায়  ঘটে যাওয়া সাম্প্রদায়িক ঘটনা কে কেন্দ্র করে লোহাগাড়ার ফেসবুক আইডি গুলো  নজরে রাখা হবে । লোহাগাড়ায় কেউ যদি ফেসবুকে মিথ্যা বানোয়াট  ভিত্তিহীন স্ট্যাটাস কিংবা  গুজব ছড়িয়ে শান্তি  শৃঙ্খলা কে  সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আইনি  কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মমদ সাইফুল ইসলাম।
গতকাল ২৩ অক্টোবর বুধবার সকালে লোহাগাড়া উপজেলা পরিষদে হলরুমে আয়োজিত বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভায়  তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যারা গুজব রটিয়ে সরকার বা দেশকে অস্থিতিশীল করতে চাই, তারা কোনদিন সফল হবেন না। তাদের আমরা কঠোরভাবে  রাষ্ট্রীয় ভাবে দমন করবো। পাশাপাশি গুজবে কান না দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশকে সহায়তা করার জন্য সকলের প্রতি তিনি বিশেষ অনুরোধ জানান।
এতে আরো বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলার ভাইস- চেয়ারম্যান এম ইব্রাহিম কবির,
অক্টোবর ২৪, ২০১৯ at ২১:২২:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মুসো/তআ/ওআ