জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

শিক্ষার্থীদের পড়া লেখায় উৎসাহিত করতে জয়পুরহাটে চলতি শিক্ষা বর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভাল ফলাফলকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার সকালে জয়পুরহাট জেলা পরিষদ মিলনায়তনে একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে শিক্ষা বৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ টাাকা তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান।

এসময় আশা’ বগুড়া ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি জেলা শিক্ষা অফিসার শাহাদুজ্জামান জামান, আশা’র ডিরেক্টর প্রোগ্রাম আবু হাসনাত চৌধুরী, কর্মকর্তা আলী আজগর ভুইয়া, জিয়াউল হাসান, মমিন হোসেন প্রমুখ।

আরো পড়ুন:

দিপাবলী উপলক্ষে বিএসএফকে বিজিবি’র শুভেচ্ছা
নতুনভাবে ২৭৩০ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত’র ঘোষণা প্রধানমন্ত্রীর
জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪১ শিক্ষার্থীদের প্রত্যেককেই নগদ ১১ হাজার করে টাকা প্রদান করা হয়। শিক্ষার্থীরা ছাড়াও তাদের অভিভাবক এবং স্থানীয় শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন। এই বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের ভাল ফলাফল এবং উচ্চ শিক্ষা গ্রহনে উৎসাহিত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

অক্টোবর ২৩, ২০১৯ at ১৬:৫৬:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/দেপ্র/তআ/ওআ