খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

খাগড়াছড়িতে র‌্যালি ও আলোচনা সভার দিয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় “জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়”। এ উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসন, সড়ক বিভাগ ও বিআরটিএ এর যৌথ উদ্যোগে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। এতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলার বিভিন্ন পরিবহন সমিতির নেতৃবৃন্দ অংশ নেন।
আরো পড়ুন:
শার্শার বাগআঁচড়ায় ভাই ভাই বেকারীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা 
মধুসূদন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলায় ভোগতি স্পেটিং ক্লাবের জয়
সাকিবদের দুষলেও আশাবাদী পাপন

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভা করে।

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিয়াজুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল, পৌর মেয়র রফিকুল আলম ও বিআরটিএ এর সহকারী পরিচালক প্রদীপ কুমার বক্তব্য রাখেন।

অক্টোবর ২১, ২০১৯ at ২০:৩৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/নুমো/তআ