বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশীপ অ্যাওয়ার্ড পেলেন চুয়াডাঙ্গার মেয়ে লিটা

সঙ্গীত জগতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশীপ অ্যাওয়ার্ড পেলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী,মানবাধিকার কর্মী,নারী উদ্যোগতা লায়ন ইশরাত জাহান লিটা। তিনি চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার শিয়ালমারী গ্রামের মেয়ে।

সোমবার (২১ অক্টোবর ২০১৯) বিকালে ঢাকার বিজয় নগরস্থ হোটেল অর্নেট মিলনায়তনে ইউনিটি ফর ইয়ং জার্নালিস্ট এর উদ্যোগে আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশীপ অ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি এস এম মজিবুর রহমান।

আরো পড়ুন:

নোবিপ্রবির বাস চাপায় নির্মাণ শ্রমিক নিহত
রুয়েটে ভর্তি পরীক্ষা শুরু ২৪ অক্টোবর
রাণীশংকৈল মহলবাড়িতে ৩ দিনব্যাপী সত্যপীরের মানত গানের সমাপ্তি

বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশনের ডিপুটি গভর্নর আলহাজ আকতারুজ্জামান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিচারপতি এস এম মজিবুর রহমান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড.হামিদা খানম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিস্ট সংগিত শিল্পী এস ডি রুবেল সহ আরো অনেকে, লায়ন ইশরাত জাহান তার অনুভূতি প্রকাশে সবাইকে সুস্থ বিনোদন বিকাশে একসাথে কাজ করার আহবান জানান।

 

 

অক্টোবর ২১, ২০১৯ at ১৭:১২:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/তার/তআ