পটুয়াখালীতে ভেজাল বিরোধী অভিযানে দুই মিষ্টির দোকানে জরিমানা

পটুয়াখালী সদরের মরিচবুনিয়া বাজারে ভোক্তা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভেজাল বিরোধী অভিযানে ইসলামিয়া বেকারীতে ১৫ হাজার ও মারিয়া সুইটসের ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে জেলা সেনিটারী ইনেসপেক্টর মহিউদ্দিনের পরিচালনায় এ অভিযান পরিচালিত হয়। পরিচালনায় সাথে ছিলেন, বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মৃত্র, পটুয়াখালী সদর উপজেলা সেনিটরী ইনেসপেক্টর এস এম ইলিয়াছ উদ্দিন, জেলা সেনিটারী অফিসের কম্পিউটার অপারেটর মোসাঃ হোসনেয়ারা বেগম, পটুয়াখালী সদর থানার এস আই মোঃ মাসুম, পুলিশ সদস্য সাইফুল ইসলাম।

আরো পড়ুন:
চোরাই গর্জন গাছসহ গাড়ী জব্দ
আবারও রিমান্ডে শিশু তুহিনের বাবা ও চাচা

এ সময় তারা মারিয়া সুইটসের পচা, বাসী খাবার, মিষ্টি ও বিভিন্ন মেয়াদউত্তীর্ণ পানি, জুস ও বিস্কুটসহ অন্যান্য জিনিস জনসম্মুখে ধংস করে।

অক্টোবর ২১, ২০১৯ at ২০:৩০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/দেপ্র/তআ