খালেদার সঙ্গে দেখা করবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বৈঠকের সিদ্ধান্ত প্রসঙ্গে রব বলেন, অসুস্থ খালেদা জিয়াকে ড. কামাল হোসেনের নেতৃত্বে শীর্ষ নেতৃত্বে দ্রুত দেখতে যাওয়ার সিন্ধান্ত হয়। এ ছাড়া আগামী ২২ অক্টোবর বেলা ৩ টায় সোরওয়ার্দী উদ্যানে গণ শোক সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। আবরার হত্যার বিচারের দাবীতে ওয়েবসাইটে দেশে-বিদেশে গণ স্বাক্ষর সংগ্রহ অভিযানও চলবে।

আরো পড়ুন:
পুলিশ-জনতার সংঘর্ষে নিহত ৪, পুলিশসহ আহত শতাধিক
শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশী মর্যাদা দিয়েছেন -মোহাম্মদ নাসিম
ডিআইজি প্রিজন বজলুর রশীদ গ্রেপ্তার

জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু জানান, খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে অনুমতির জন্য আজই ঐক্যফ্রন্টের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কাছে আবেদনপত্র পাঠানো হয়েছে। আগামী দু’একদিনের মধ্যেই এ বিষয়ে আলাপ করতে আ স ম আব্দুর রব স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এর সঙ্গে সাক্ষাৎ করবেন। এবং খালেদা জিয়ার সাথে সাক্ষাত প্রার্থীদের তালিকা দেবেন।

কামাল হোসনেরে সভাপতত্বিতে বৈঠকে জে এসডির আসম আবদুর রব, তানিয়া রব, বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু, জহির উদ্দিন স্বপন গনফোরামের ড. রেজা কিবরিয়া, এড.সুব্রত চৌধুরী, মোশতাক আহমদ,নাগরকি ঐক্যের মমিনুল ইসলাম, বিকল্পধারার বাংলাদেশ নুরুল আমিন ব্যাপারী, গণস্বাস্থ্য সংস্থার ডা. জাফরুল্লাহ চৌধুরী , জেএসডির আব্দুল মালেক রতন, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, দপ্তর জাহাঙ্গীর আলম মিন্টু প্রমূখ উপস্থতি ছিলেন।

অক্টোবর ২০, ২০১৯ at ০৮:১৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/দেপ্র/তআ/ওমি