বিলাওয়াল ইমরানের পদত্যাগ চান

পাকিস্তানে গণতন্ত্র ফেরাতে প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ চায় বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এ জন্য দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভের ডাক দিয়েছেন বিরোধীদলীয় নেতা বিলাওয়াল ভুট্টো-জারদারি। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বিরোধপূর্ণ কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের ক্ষমতাসীন সরকার আপস করেছে বলেও অভিযোগ তোলেন বিলাওয়াল।

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল গত শুক্রবার করাচিতে এক দলীয় সমাবেশে বলেন, ‘প্রতিশ্রুতি রক্ষা না করায় ইমরানের সরকার জনগণের আস্থা হারিয়েছে। আমরা এই কৃত্রিম গণতন্ত্র চাই না। দেশে সত্যিকার গণতন্ত্র ফেরাতে চাই। জনগণের গণতান্ত্রিক আর্থসামাজিক অধিকার পুনঃস্থাপন করা হবে। এ জন্য ইমরান খানকে পদত্যাগ করতে হবে।’

আরো পড়ুন:
৮৪৬ কোটি টাকার কয়লা কোথায়
বিশ্বব্যাংক বড় ভূমিকা রাখতে পারে রোহিঙ্গাদের দেশে ফেরাতে -অর্থমন্ত্রী

বিলাওয়াল বলেন, ‘আমাদের সরকারবিরোধী আন্দোলন করাচি থেকে শুরু হয়েছে।’ এ সময় তিনি দেশজুড়ে বিক্ষোভের পরিকল্পনার কথা জানান। এই সরকারকে সরে যেতে, সব বিরোধী দল এতে একমত বলেও দাবি করেন বিলাওয়াল।

বিলাওয়াল বলেন, পিপিপি ২৩ অক্টোবর থারে, ২৬ অক্টোবর সিন্ধু প্রদেশের কাশমোরে সরকারবিরোধী বিক্ষোভ করবে। আর পাঞ্জাবে আগামী ১ নভেম্বর শুরু হবে বিক্ষোভ।

অক্টোবর ২০, ২০১৯ at ১৩:৩৩:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/প্রআ/এএএম