‘সর্বজনীন স্বাস্থ্য সেবা’ রেজুলেশন পাশ হওয়ায় সিরাজগঞ্জে আনন্দ মিছিল

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) অধিবেশনে বাংলাদেশের জাতীয় সংসদের পক্ষ থেকে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ হাবিবে মিল্লাত এমপি’র প্রস্তাবিত সর্বজনীন স্বাস্থ্যসেবা সংক্রান্ত রেজুলেশন সর্বসম্মতভাবে পাশ হওয়ায় সিরাজগঞ্জে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের এস. এস. রোডস্থ দলীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়। র‌্যালীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, যুব মহিলালীগ, মহিলা আওয়ামীলীগসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেয়।

র‌্যালীতে ‘জাতিসংঘের স্বীকৃতি, মুন্না ভাইয়ের স্বাস্থ্যনীতি’, ‘জাতিসংঘে আইন পাশ, সুস্বাস্থ্যে বসবাস’, ‘গরিব-দুঃখী জনতা, সেবা পাবে সমতা’, ‘মুন্না ভাইয়ের প্রস্তাব, স্বাস্থ্য সেবায় নতুন ধাপ’, ‘মুন্না ভাইয়ের জন্য, বাংলাদেশ ধন্য’, ‘মুন্না ভাইয়ের জন্য, সিরাজগঞ্জবাসী ধন্য’, ‘মুন্না ভাইয়ের জন্য, বিশ্ববাসী ধন্য’ প্রভৃতি শ্লোগানে মুখরিত হয় এবং বিভিন্ন শ্লোগানের প্ল্যাকার্ড প্রদর্শিত হয়। আনন্দ র‌্যালীটি সিরাজগঞ্জ শহরের এস. এস. রোড, বাজার স্টেশন, মুজিব সড়ক, শহীদ নাজমুল চত্বরসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় এসে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম সজল, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা প্রভাষক হাসনা হেনা, জেলা যুব মহিলালীগের আহবায়ক রোমানা রেশমা, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল আমিন তালুকদার প্রমুখ।

আরও পড়ুন:
“আলোর ফেরিওয়ালা” এখন দেশ জুড়ে প্রথম
টাকা ধার দিয়ে বিপাকে গৃহবধু , আদালতে মামলা

আনন্দ মিছিল শেষে নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি মুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন।

প্রসঙ্গত, আইপিইউ’র ১৩৬তম অধিবেশনে বাংলাদেশের পক্ষে ‘সর্বজনীন স্বাস্থ্য সেবা’ প্রস্তাবটি উত্থাপন করেন বাংলাদেশের সাংসদ ও আইপিইউ’র স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোঃ হাবিবে মিল্লাত এমপি। এরপর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১৩৯তম অধিবেশনে ডা. মোঃ হাবিবে মিল্লাত এমপিকে র‌্যাপোর্টিয়ার নিযুক্ত করা হয়।

পরবর্তীতে ১৭ অক্টোবর-২০১৯ বৃহস্পতিবার দুপুরে সার্বিয়ার বেলগ্রেডে আইপিইউ’র ১৪১তম অধিবেশনের সমাপনী সমাবেশে প্রস্তাবিত ‘অ্যাচিভিং ইউনিভার্সেল হেলথ কাভারেজ বাই ২০৩০: দ্য রোল অব পার্লামেন্টস ইন এনসিওরিং দ্য রাইট টু হেলথ’ সর্বজনীন স্বাস্থ্যসেবা সংক্রান্ত রেজুলেশনটি সর্বসম্মতভাবে পাশ হয়।

এ অধিবেশনে সারাবিশ্বের প্রায় ১৮০০জন সংসদ সদস্য, জাতিসংঘের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। প্রস্তাবটি বাস্তবায়ন হলে ২০৩০ সালের মধ্যে আইপিইউ’র সদস্যভূক্ত ১৭৯ দেশের সংসদ ও ১২টি সহযোগী সদস্য সংগঠনের প্রায় ৬৫০ কোটি মানুষের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত হবে।

অক্টোবর ১৯, ২০১৯ at ২২:৫৬:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আরা/এএএম