‘পা পিছলে’ পড়ে সাড়ে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ পেলেন বিএনপি নেতা

যুক্তরাষ্ট্রে ‘পা পিছলে’ পড়ে ৬ লাখ ডলার বা সাড়ে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোহাম্মদ আবদুস সালাম। ২০১৬ সালে নিউইয়র্কের ব্রুকলিনে এক বাংলাদেশির বাসার বেজমেন্টে ঢোকার সময় সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যান তিনি।

এ সময় বাঁ পায়ে ব্যথা পাওয়ায় তাকে মেথডিস্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই সপ্তাহ চিকিৎসা নেয়ার পর আরো কিছুদিন চিকিৎসা নিতে হয়েছে তাকে। সেই দুর্ঘটনার জন্য ওই বাড়ির মালিকের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেছিলেন আবদুস সালাম। প্রায় ৩ বছর পর এ মামলার রায় আসে। ২ অক্টোবর চেক পাওয়ার পরই তা হস্তান্তর করা হয় বিএনপির এই নেতার কাছে।
আরো পড়ুন:

শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় রাবিতে মানববন্ধন
ইবিতে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালন

এ মামলা পরিচালনা করেছেন অ্যাটর্নি পেরি ডি সিলভার। প্রবাসীরা জানান, যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডধারী এম এ সালাম বেশ কয়েক মাস থেকেই নিউইয়র্কে অবস্থান করছেন। মাঝে মধ্যে রাজনৈতিক বিভিন্ন সমাবেশেও তাকে দেখা যায়।

অক্টোবর ১৯, ২০১৯ at ০৮:৪২:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ডেরি/তম/ওমি