রাবি’র শিক্ষার্থী ছুরিকাহতের ঘটনায় শিক্ষার্থীদের ৫ দফা দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছুরিকাহতের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের ৫ দফা দাবি ঘোষণা করেছেন। রাতে  দাবিগুলো হচ্ছে- প্রথম দফাঃ হামলাকারীদের চিহ্নিত করে আগামী ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

দ্বিতীয় দফাঃ এ পর্যন্ত ক্যাম্পাসে যত হামলা-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সঠিক তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে হবে। এবং দোষীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

তৃতীয় দফাঃ ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা জোরদার সহ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠগুলো বহিরাগতদের দখলমুক্ত করতে হবে।

চতুর্থ দফাঃ ফিরোজের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে।

পঞ্চম দফাঃ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে এবং উপরোক্ত দাবিসমূহ বাস্তবায়নে অবহেলা করলে প্রক্টরিয়াল বডিকে জবাবদিহিতা প্রদান পূর্বক পদত্যাগ করতে হবে।

উল্লেখ, শুক্রবার (১৮অক্টোবর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের পেছনে হবিবুর মাঠে  ফিরোজ নামে অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে দুর্বৃত্ততরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে অন্যান্যরা তাকে উদ্ধার করে। আহত ফিরোজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।