কমিটি ঘোষণা ছাড়াই শেষ হলো দৌলতপুর সদর ইউনিয়ন আ. লীগের কাউন্সিল

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল কমিটি ঘোষণা ছাড়াই সম্পন্ন হয়েছে। দীর্ঘ ১৬ বছর পর শুক্রবার বিকাল ৪টায় উপজেলার দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দৌলতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় নেতারা কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে বসেন। তবে নতুন কমিটির ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। ফলে পরবর্তীতে কমিটি ঘোষণা করা হবে জানিয়ে কাউন্সিল সমাপ্তি ঘোষণা করা হয়।

এ কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ সদর উদ্দিন খান। উদ্বোধক ছিলেন দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য উপজেলা লীগের সভাপতি আফাজ উদ্দিন আহম্মেদ।

বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর আসনের সংসদ সদস্য আ. কা. ম. সারওয়ার জাহান বাদশাহ্, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. হাসানুল আসকার হাসু, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শরীফ উদ্দিন রিমন, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন।

সভাপতিত্ব করেন দৌলতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোন্তাজ উদ্দিন মালিথা। উপজেলার সব কয়টি ইউনিয়নে পর্যায়ক্রমে কাউন্সিল অনুষ্ঠিত হবে। এসব কাউন্সিলের মাধ্যমে যেসব নতুন কমিটি গঠিত হবে সেখানে যেন কোনো বিএনপি, জামাত অনুপ্রবেশ করতে না পারে এই কাউন্সিলে বক্তারা তার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তৃণমূলের বক্তারা আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে যোগ্য ব্যক্তিদের নতুন নেতৃত্বে আনার আহ্বান জানান।

কাউন্সিলে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য আসাদুজ্জামান চৌধুরী লোটনসহ স্থানীয় দলটির নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:
স্থানীয় সন্ত্রাসী রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাত
দৌলতপুর সীমান্তে গুলিসহ পিস্তল উদ্ধার

কাউন্সিলের প্রথম অধিবেশন শেষ হয় সন্ধ্যায়। সন্ধ্যার পরে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে বসেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। এ অধিবেশনে নতুন কমিটিতে কারা আসছেন এ নিয়ে সিদ্ধান্তহীনতা দেখা দেয়। এ কারণে পরবর্তীতে নতুন কমিটি ঘোষণা করা হবে জানিয়ে কাউন্সিলের সমাপ্তি ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহম্মেদ।

এদিকে দীর্ঘ ১৬ বছর পর এ উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় গত কয়েকদিন ধরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। তবে কাউন্সিলে কমিটি ঘোষিত না হওয়ায় অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন। এর আগে ২০০৩ সালে দৌলতপুরের ইউনিয়নগুলোয় সব শেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলার ১৪ ইউনিয়নে আওয়ামী লীগের কাউন্সিল পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এর মধ্যে শুক্রবার দৌলতপুর সদর ইউনিয়নে প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হলো। দুপুরের পর থেকেই বিভিন্ন স্থান থেকে নতুন পদপ্রত্যাশীদের পক্ষে শোডাউন নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী এ কাউন্সিলে যোগ দেন।

অক্টোবর ১৯, ২০১৯ at ০০:১৭:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআরএস/এএএম