দৌলতপুর সীমান্তে গুলিসহ পিস্তল উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে গুলিসহ একটি বিদেশি পিস্তুল উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার দুপুরে বিজিবির ৪৭ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল রফিকুল আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন:
স্থানীয় সন্ত্রাসী রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাত
আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ৬২, আহত শতাধিক

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ভোরে দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি সীমান্ত এলাকার ১৫৪/৫-এস সীমানা পিলার থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি টহল দলের সদস্যরা একটি চায়নিজ পিস্তুল ও একটি ম্যাগজিনসহ পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেন।

তবে কাউকে আটক করা যায়নি। এই অস্ত্র ও গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে এ গুলো দৌলতপুর থানায় জমা দেয়া হয়েছে।

অক্টোবর ১৮, ২০১৯ at ২৩:৫৬:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআরএস/এএএম